ক্যান্সার বলে আসলে কোন রোগ নেই । ভিটামিন B-17 ( Amygdalin ) এর অভাবজনিত কারণে ক্যান্সার শরীরে দানা বাধে । ব্যায়বহুল ক্যামোথেরাপি, সার্জারি এবং ঔষুধপত্র শুধুমাত্র শক্তিশালী সাইড ইফেক্ট দিতে পারে ... প্রতিকার নয় ।
অতীত ঘেটে দেখলে দেখা যাবে, প্রচুর পরিমান নাবিক তাদের জীবন হারাতো একটা রোগের কারণে -- স্কার্ভি । শুনে খুব পরিচিত লাগছে ! অনেক মানুষ এই রোগের কারণে ব্যবসা করে গেছে , প্রচুর টাকা-পয়সা ইনকাম করে গেছে । পরবর্তিতে দেখা গেল , ভিটামিন সি এর অভাব ছিল স্কার্ভি রোগের মূল কারণ । যা কিনা টক জাতীয় ফলে প্রচুর পরিমানে পাওয়া যায় । তাহলে দেখা যাচ্ছে , এটা কোন রোগ ছিল না; ছিল কিছু রাসায়নিক উপাদানের অভাব ।
ক্যান্সারও ঠিক শরীরে এমনি কিছু অভাজনিত উপাদানের ফলাফল । আধুনিক পুঁজিবাদী বিশ্ব ও মানবতার কিছু শত্রু ক্যান্সার ইন্ডাস্ট্রি নামক ব্যবসা প্রতিষ্ঠান থেকে বিলিয়ন ডলার আয় করছে ।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ক্যান্সার বানিজ্যের সম্প্রসারণ বহুগুন বেড়ে গেছে । ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এত বিষদ-ব্যায়বহুল পরিকল্পনার প্রয়োজন নেই । এগুলো শুধু পুঁজিপতিদের পকেটই ভরবে
এবং লম্বা সময়ের প্রয়োজনও পড়বে ।
কিছু সুসংগঠিত ও সুপরিকল্পিত উপায় এবং পন্থা ক্যান্সার প্রতিকার করতে পারে । একসময় স্কার্ভিতে আক্রান্ত হয়ে হাজার হাজার মানুষ মারা যেত । এখন যায় না কেন ... এখন এর প্রতিকার সবারই জানা হয়ে গেছে । ক্যান্সারও এর থেকে ব্যাতিক্রম কিছু নয় । দিনে ১৫ থেকে ২০ টা অ্যাপ্রিকট ( Fruit stone ) খেলেই ভিটামিন B-17 এর চাহিদা পূরণ হয়ে যাবে ।
অঙ্কুরিত গম একটা অসাধারণ অ্যান্টি-ক্যান্সার মেডিসিন । এখানে
অতি দুর্লভ তরল অক্সিজেন এবং অ্যান্টি-ক্যান্সার ম্যাটার ল্যাটরিল ( laetrile ) থাকে যা ক্যান্সার প্রতিকারের জন্য প্রমানিত । এছাড়া এই উপাদান অ্যাপেলের বীজে থাকে যা পরবর্তীতে ভিটামিন B-17 ( Amygdalin ) হতে নিষ্কাশিত হয় ।
অ্যামেরিকান ঔষুধ ইন্ডাস্ট্রি ল্যাটরিল উৎপাদনে নিষেধাজ্ঞা আরোপ করেছে । এই মেডেসিন এখন মেক্সিকোতে তৈরি হয় এবং চোরাইপথে তা আবার অ্যামেরিকায় পৌঁছায় ।
Dr. Harold W. Manner তার “Death of Cancer” নামক বইয়ে বলেছেন, ল্যাটরিল দিয়ে ক্যান্সার উপশমের সাফল্য শতকরা ৯০ ভাগের উপরে ।
ভিটামিন B-17 পাওয়া যায় এমন সব খাদ্য দ্রব্যগুলো হলোঃ
Apricots (kernels/seeds)
seeds from other fruits like apples, cherries, peaches, prunes, plums, pears
Lima beans
Fava beans
Wheatgrass
Almonds
Raspberries
Elderberries
Strawberries
Blackberries
Blueberries
Buckwheat
Sorghum
Barley
Millet
Cashews
Macadamia nuts
Bean sprouts
এইসব খাদ্যদ্রব্যে অধিকহারে শোষনযোগ্য ভিটামিন B-17 পাওয়া যায় ।
আমরা থালা-বাসন এবং হাত ধোয়ার জন্য যে ওয়াশিং প্রডাক্ট ব্যবহার করি তা ক্যান্সার হওয়ার জন্য একটা গুরুত্ত্বপূর্ণ কারণ হিসাবে কাজ করে । আমরা বলতে পারি, ডিশওয়াশিং লিকুইড তো খায় না তবে তা কিভাবে ক্ষতিকর হতে পারে ! এই ডিশওয়াশিং লিকুইডের অতি ক্ষুদ্র কণা খাবারে সাথে আমাদের পেটে যাবার একটা সম্ভাবনা থাকে । সমপরিমান ওয়াশিং লিকুয়েডের সাথে সমপরিমান ভিনেগার যোগ করে ব্যবহার করলে এই সমস্যার সমাধান করা যায় । তাছাড়া সবজি ধৌত করার সময় খেয়াল রাখতে হবে যেন ওয়াশিং লিকুয়েড সাথে না যায় । ফল-ফলাদি ধোয়ার সময় সাথে কিছু লবন যোগ করঅলে তা বেশ ফলপ্রসু হয় ।