হাঁটুব্যথা বেশ প্রচলিত সমস্যা। প্রবীণ, শিশু ও নারীদের এ ধরনের সমস্যা বেশি হয়। দুর্বল হাড়, আর্থ্রাইটিস, আঘাত ইত্যাদি বিভিন্ন কারণে হাঁটুব্যথা হতে পারে।
হাঁটুব্যথা খুব বেশি হলে তো চিকিৎসকের পরামর্শ নিতেই হবে। তবে পাশাপাশি কিছু ঘরোয়া উপায়ও মেনে দেখতে পারেন। হাঁটুব্যথা কমানোর দুই ঘরোয়া উপায় জানিয়েছে জীবনধারাবিষয়ক ওয়েবসাইট টপ টেন হোম রেমেডি।
১. ঠাণ্ডা স্যাঁকব্যথাযুক্ত হাঁটুতে ঠাণ্ডা পানির স্যাঁক দিতে পারেন। এটি ব্যথা ও ফোলা কমানোর একটি সহজ উপায়। ঠাণ্ডা স্যাঁক রক্তনালিকে সংকুচিত করে এবং রক্তের প্রবাহ কমায়। এতে ফোলা ও ব্যথা কমে।
একটি তোয়ালের মধ্যে একমুঠো বরফ নিন।
তোয়ালেকে মুড়ে হাঁটুর মধ্যে ১০ থেকে ২০ মিনিট চাপ দিন।
দিনে দুই থেকে তিনবার এ পদ্ধতি অনুসরণ করুন।
২. সরিষার তেলআয়ুর্বেদ শাস্ত্রমতে, গরম সরিষার তেল দিয়ে হালকাভাবে ম্যাসাজ করা প্রদাহ কমিয়ে ব্যথা কমাতে কাজ করে।
দুই টেবিল চামচ সরিষার তেল গরম করে নিন।
এবার একটি রসুনের কোয়া ভেজে নিন, যতক্ষণ না পর্যন্ত এটি বাদামি রঙের হয়।
গরম তেলকে হালকা ঠাণ্ডা হতে দিন এবং তেলের মধ্যে রসুনের কোয়া দিন।
ব্যথাযুক্ত হাঁটুতে এই হালকা গরম তেল চক্রাকারভাবে ম্যাসাজ করুন।
এবার হাঁটুকে একটি তোয়ালে দিয়ে মুড়ে নিন।
দিনে অন্তত দুবার দুই সপ্তাহ ধরে এ পদ্ধতি অনুসরণ করুন।
Source: স্বাস্থ্য টিপস