আগুনে পুড়ে গেলে কি করবেন?
------------------------------
আগুনে পুড়ে গেলে সঙ্গে সঙ্গে পুড়ে যাওয়া ত্বক পানিতে ডুবিয়ে রাখুন। এতে ফোসকা পড়বে না সহজে। এছাড়া বিভিন্ন ভেষজের সাহায্যেও দূর করতে পারেন তাৎক্ষণিক জ্বলুনি। তবে জ্বলুনি না কমলে অথবা প্রয়োজনে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন।
জেনে নিন আগুনে পুড়ে গেলে কী করবেন-
১. ত্বক আগুনে পুড়ে গেলে সঙ্গে সঙ্গে পানি দিয়ে ভিজিয়ে রাখুন পুড়ে যাওয়া অংশ। এটি জ্বলুনি কমিয়ে দেবে।
২. জ্বলুনি কমে গেলে গজ ব্যান্ডেজ দিয়ে হালকা করে বেঁধে নিন পোড়া অংশ।
৩. অ্যান্টিসেপ্টিক লোশন ব্যবহার করুন পুড়ে যাওয়া ত্বকে। তাৎক্ষণিক আরাম মিলবে।
৪. পোড়া অংশে কাপড় লেগে থাকলে টেনে উঠাতে যাবেন না। বাকি কাপড় কেটে তারপর সরিয়ে ফেলুন।
৫. বেশি পুড়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে ডাক্তারের পরামর্শ নিন অবশ্যই।
৬. ফোসকা পড়ে গেলে সেটা গেলে ফেলবেন না।