Author Topic: থাইরয়েড রোগ আছে কি না যেভাবে বুঝবেন?  (Read 382 times)

0 Members and 1 Guest are viewing this topic.

LamiyaJannat

  • Guest
থাইরয়েড কি?

থাইরয়েড আমাদের শরীরের একটি গ্রন্থির নাম। এটি থাকে আমাদের গলার স্বরযন্ত্রের দুই পাশে। দেখতে প্রজাপতির ডানার মত। আর এর রঙ টা হল বাদামী। এই গ্রন্থির কাজ হল আমাদের শরীরের কিছু অত্যাবশ্যকীয় হরমোন উৎপাদন করা। যদি কোন কারনে এই গ্রন্থির হরমোন নিঃসরণে কোন প্রকার ব্যতিক্রম হয় তখন এটি বিভিন্ন রোগ ঘটাতে সক্ষম।
থাইরয়েড বলতে সাধারনত Hypothyroidism কে বোঝানো হয়।
তবে hyperthyroidism কিংবা goiter ও হতে পারে। থাইরয়েড গ্রন্থি তে টিউমার ও হতে পারে। একে নডিউল বলে। এক কিংবা একাধিক হতে পারে এই টিউমার সংখ্যায়। এমনকি খুব খারাপ অবস্থা হলে এটি আপনাকে ক্যান্সার পর্যন্ত নিয়ে যেতে পারে।
আবার এ রোগটি কিন্তু অন্যসব সাধারন রোগের মতও নয়। কারন এর লক্ষণগুলো খুব ধীরে ধীরে প্রকাশ পায়। কিন্তু এর ফল অনেক বেশী ক্ষতিকর। আর এই রোগ খুব ধীরে ধীরে প্রকাশ পায় বলে বেশির ভাগ রোগী তা জানেই না যে সে এই রোগটা বহন করছে। আমেরিকার মত উন্নত দেশে ২৭ মিলিয়ন থাইরয়েড রোগী আছে আর তার ৫০ ভাগের বেশী লোকই তা জানে না যে তার এই রোগ আছে। যেহেতু এর ফলাফল কিছু ক্ষেত্রে খুব মারাত্মক তাই আসুন জেনে নিই কিভাবে বুঝব আমরা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছি কি না।

থাইরয়েড এর লক্ষণঃ


উপরের আলোচনা যদি আপনার কাছে খুব কঠিন মনে হয় তাহলে আপনার জন্য নিচের প্রশ্নগুলো। নিচে কিছু প্রশ্ন আছে।
এখন নিচের প্রশ্নগুলোর সাথে আপনার উত্তর মিলিয়ে নিন। এর মধ্যে ২ টির কম প্রশ্নের জবাব যদি হ্যাঁ হয় তাহলে আপনি বেশ সুস্থ আছেন। ২-৪ টি প্রশ্নের জবাব যদি হ্যাঁ হয় তাহলে আপনার উক্ত রোগ আছে কিন্তু তা কম মাত্রায়। ৪ এর অধিক প্রশ্নের জবাব যদি হা হয় তাহলে ধরে নিতে হবে আপনার থাইরয়েড এর অবস্থা খুব খারাপ।

# আপনার আঙ্গুলের নখগুলো কি পুরু ও ভঙ্গুর?
# ত্বক কি শুষ্ক ও চোখগুলো কি প্রায়ই জ্বালা করে?
# হাত পা কি ঠাণ্ডা?
# গলার স্বর কি ভাঙ্গা?
# চুল কি মোটা, চুল পাতলা হয়ে যাচ্ছে বা পরে যাচ্ছে?
# আই ভ্রুর বাইরের দিক কি পাতলা হয়ে যাচ্ছে?
# ঘাম কি বেশী হয়?
# অল্পতেই কি খুব ক্লান্ত হয়ে যান?
# রজঃচক্র কি অনিয়মিত?
# যৌন বাসনা কি কমে গেছে?
# রজঃনিবৃত্তি পরবর্তী অথবা PMS কি সাংঘাতিক?
# হাত পা কি ঘন ঘন ফুলে যায়?
# রক্তচাপ ও হৃদস্পন্দন কি ভাল না?
# কোলেস্টেরল এর মাত্রা কি বেশি?
# কোন কিছু স্মরণ করতে বা মনঃসংযোগ করতে কি আপনার সমস্যা হয়?
# আপাত কোন কারণ ছাড়াই কি আপনার ওজন বাড়ে অথবা কমে?
# অবসাদ, খাম-খেয়ালীপনা, উদ্বেগ, খিটখিটে ভাব কি আছে?
# পেশীর ক্লান্তি, ব্যথা অথবা দুর্বলতা কি আছে?
# বিকিরন চিকিৎসার ঘটনা আছে কি?
# বিষের সংস্পর্শে আসার ইতিহাস আছে কি?
# পরিবারে আরও যেমন মা- এদের কারো কি থাইরয়েড সমস্যা আছে কি?

যদি ৪ এর অধিক প্রশ্নের উত্তর হ্যাঁ হয় তবে আর একদিন ও দেরি না করে আজই ডাক্তারের পরামর্শ অনুযায়ী থাইরয়েড এর চিকিৎসা শুরু করুন।


Source: স্বাস্থ্য টিপস
« Last Edit: December 05, 2019, 03:55:48 PM by LamiyaJannat »